ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

নৌকাডুবিতে পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
নৌকাডুবিতে পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১৩ 

ঢাকা: ভারতের বর্ধমানে অবস্থিত হুগলি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৬ মে) দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে শনিবার (১৪ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকাটি বেশ কয়েকজন যাত্রী নিয়ে শান্তিপুর থেকে নদীয়া জেলায় যাচ্ছিলো।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের এক কর্মকর্তা জানান, ঘটনার দিন থেকে সোমবার পর্যন্ত চলা এ উদ্ধার অভিযানে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানান তিনি।

এদিকে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিক ভাবে জানা যায়নি। তবে রোববার (১৫ মে) নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট বিজয় ভারতি জানান এ ঘটনায় এখনও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।