ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বৈধতা হারিয়েছেন আসাদ: ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
বৈধতা হারিয়েছেন আসাদ: ক্লিনটন

ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। ক্লিনটন এমন সময়ে এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র-সিরিয়ার মধ্যে কূটনৈতিক অচলাবস্থা চলছে।



এদিকে সিরিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে উসকানিমূলক বলে তার নিন্দা জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা জানায়, ক্লিনটনের এই মন্তব্যকে দেশটি তার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ বলে মনে করে।       

সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার আসাদের সমর্থকেরা মার্কিন দূতাবাসে হামলার পর ক্লিনটন বলেন, তার (আসাদ) আর ক্ষমতায় থাকার দরকার নেই। ফ্রান্সও আসাদের ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, সোমবার একই সময়ে ফ্রান্স দূতাবাসেও আসাদের সমর্থকেরা হামলা চালায়।

গত সপ্তাহে ফ্রান্স-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা সিরিয়ার ঝঞ্ঝাবিক্ষুব্ধ কেন্দ্রীয় শহর হামা পরিদর্শনে গিয়ে আসাদের নিন্দা জানানোর পর সোমবার দামেস্কের ফ্রান্স এবং মার্কিন দূতাবাসে একযোগে হামলা চালায় আসাদের সমর্থকেরা। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে রাষ্ট্রদূতদের ওই হামা পরিদর্শনের কঠোর নিন্দা জানানো হয়।

গণতন্ত্রী সমর্থকরা দুদিন ধরে ওই দুই দেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করে আসছে।  
ক্লিনটন সোমবার ওয়াশিংটনে বলেন, সিরিয়াবাসীদের সব বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে হামলা চালনো বন্ধের পাশপাশি বিদেশিদের সম্পত্তি রক্ষা উচিৎ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।