ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইএসআই প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইএসআই প্রধান

ইসলামাবাদ: পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছেন বলে জানায় দেশটির সেনাকর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যাত তহবিল সহায়তা বিষয়ে কথা বলার জন্যই তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন।



এক দিনের এই সফরে আইএসআই প্রধান যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এদিকে পাকিস্তানের সেনাবহিনী মুখপাত্র আতাহার আব্বাস একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘তিনি দুদেশের গোয়েন্দা সংস্থার পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ’

পাকিস্তান যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সেনাবাহিনী প্রশিক্ষককে দেশ ছেড়ে চলে যেতে বলে। এর পরপরই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেয়া বার্ষিক ২৭০ কোটি ডলারের সামরিক প্রনোদনা প্রত্যাহার করে নেয়।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।