ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের দ্বীপপুঞ্জে খোঁজ মেললো বিধ্বস্ত প্লেনটির!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
গ্রিসের দ্বীপপুঞ্জে খোঁজ মেললো বিধ্বস্ত প্লেনটির!

ঢাকা: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশপাশে কমলা রংয়ের দু’টি বস্তু দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওই বস্তুগুলো রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী প্লেনটির কোনো অংশ।

আর এই বস্তুগুলোর দেখা মেলেছে দক্ষিণ-দক্ষিণপূর্ব দ্বীপপুঞ্জ ক্রিট থেকে ২৩০ মাইল দূরে।  

আরও পড়ুন- গ্রিসের দ্বীপপুঞ্জে বিধ্বস্ত মিশরীয় প্লেনটি 

গ্রিসের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস (এএফপি)।

এর আগে স্থানীয় সময় বুধবার (১৮ মে) রাত ১১টা ০৯ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় প্যারিস থেকে কায়রো অভিমুখী ইজিপ্ট এয়ারের এমএস৮০৪ ফ্লাইটটির।

প্লেনটিতে ক্রুসহ ৬৬ জন আরোহী ছিলেন। ৫৬ জন যাত্রীদের মধ্যে মিশরের ৩০ জন, ফ্রান্সের ১৫ জন, ইরাকের ২ জন, ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, চাঁদ ও পর্তুগালের মোট একজন করে যাত্রী ছিলেন।

এদিকে সম্ভাব্য বিধ্বস্তস্থলের আশপাশে প্লেনটির খোঁজে অভিযান চালাচ্ছে গ্রিসের কর্তৃপক্ষ।

তবে রাডার থেকে নিখোঁজ হওয়ার আগে প্লেনটি কোনো বিপদ সংকেত বা সাহায্যের আবেদন জানায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।