ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিশু সৈনিক নিয়োগ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
শিশু সৈনিক নিয়োগ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাশ

হেগ: সেনাবহিনীতে শিশুদের ব্যবহার বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাশ করা হয়েছে।

রাষ্ট্রগুলো যাতে জোরপূর্বক শিশুদেরকে ধর্ষণ এবং ধ্বংসাত্বক কাজে না লাগায় সেজন্যই এই প্রস্তাব পাশ করা হয়েছে বলে জানায় জাতিসংঘ।



মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এ সুপারিশ গ্রহন করা হয়।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এর ফলে শিশুদের ওপর হওয়া সহিংসতা বন্ধে কাজ করবে। যারা শিশুদেরকে স্বশস্ত্র বাহিনীতে কাজে লাগাচ্ছে তাদের আইনের মুখোমুখি করাও সদস্য রাষ্ট্রগুলোর কাজ।

প্রস্তাবটি বিশেষ আন্তর্জাতিক আইনের আওতায় তৈরি করা হয়েছে। শিশুদেরকে জোর করে যুদ্ধে অংশগ্রহণ করানো, হত্যা,ধর্ষণ এবং অন্যান্য ধ্বংসাত্বক কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই প্রস্তাবে।

সরকারের প্রাথমিক কাজ হলো শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং যেসকল শিশু যুদ্ধে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করা। একই সাথে মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ, যুদ্ধাপরাধ বন্ধে রাষ্ট্রকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।
   
জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রস্তাব সম্পর্কে বলেন, ‘প্রস্তাবটির প্রথম উদ্যোগ নেয় বর্তমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ ফ্রান্স। শিশুদেও ওপর হওয়া সহিংসতা বন্ধে এটা তাদের দেয়া অষ্টম বারের মতো প্রস্তাব। যে সকল দেশ শিশুদেরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার এবং ধর্ষণসহ নানা সহিংস কাজে ব্যবহার করে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেয়া হয়েছে এই প্রস্তাবে। ’

‘আসুন আমরা সবাই একযোগে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি। যাতে তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তাদের স্বাস্থ্য এবং শিক্ষা সুবিধা নিশ্চিত করতে আমাদের সকলকেই একসঙ্গে কাজ করা উচিৎ বলেও আহবান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ’

গত মাসের শেষের দিকে বান কি মুন বিশ্বের বিভিন্ন দেশের স্কুলে এবং হাসপাতালে আক্রমনের ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।