ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে খনি ধসে ১৩ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
মায়ানমারে খনি ধসে ১৩ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত।

ঢাকা: মায়ানমারের গোলযোগপূর্ণ প্রদেশ কোচিনে একটি পাথর খনি ধসে কমেপক্ষে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১০০ জনের বেশি মানুষ।

মঙ্গলবার (২৪ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার রাত ৮টার দিকে কোচিন প্রদেশের হেপাকান্ত শহরতলীতে এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি দেশটির রাজধানী ইয়াঙ্গুন থেকে ৫৯০ মাইল উত্তরে অবস্থিত।

স্থানীয় জনপ্রতিনিধি দাশি লা সুং জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৩জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আমাদের ধারণা এখনও অনেকে নিখোঁজ রয়েছে। ’

‘প্রায় ১০০ জনের বেশি মানুষ ওই খনিতে মূল্যবান পাথর অনুসন্ধান করছিলেন। ’

এর আগে চলতি মাসের প্রথম দিকে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৪ জনের মতো মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২৪, ২০১৬, আপডেট:১৭২৬ ঘণ্টা
আরআইএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।