ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সতর্কতা জারি সত্ত্বেও মুম্বাইয়ে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
সতর্কতা জারি সত্ত্বেও মুম্বাইয়ে বোমা হামলা

মুম্বাই: পুরো শহরব্যাপী সতর্কতা জারি থাকা সত্ত্বেও আবারও বোমা হামলার ঘটনা ঘটলো মুম্বাইয়ে।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে দক্ষিণ মুম্বাইয়ের জাভেরি বাজার এলাকায় প্রথম, এর এক মিনিট পরেই দক্ষিণ মুম্বাইয়ের অপেরা হাউজে বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমা।

৭ টা ছয় মিনিটে মুম্বাইয়ের দাদারের কবুতর খানার একটি বাস টর্মিনালে সর্বশেষ বোমাটি বিস্ফোরিত হয়।

এ বোমা হামলায় নিহত হয়েছেন ২১ জন এবং আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। আহতদের মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বোমা হামলায় প্রত্যেক নিহতের পরিবারকে পাঁচ লাখ রুচি এবং আহতদের পঁঞ্চাশ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবন।
 
এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছেন। ঘটনার তদন্তে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং জাতীয় নিরাপত্তা রক্ষী(এনএসজি) একযোগে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে।

এখন পর্যন্ত এই হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে মুম্বাই পুলিশ এই হামলা লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সহযোগী সংগঠন মুজাহিদিনের কাজ বলে সন্দেহ করছে।

মুম্বাই পুলিশ বলছে, ‘দাদারের বাস টার্মিনালে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে পাওয়া ভিডিও ফুটেজ সন্ত্রাসীদের চিহ্নিত করতে সাহায্য করবে। ’

বোমা হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ঘটনাস্থল পরিদর্শন করছেন।

পুলিশ কর্তৃপক্ষ থেকে আরও জানানো হয়, ‘শহরের বিভিন্ন শপিং মল, সিনেমা হল, রেল স্টেশনসহ যে সকল স্থানে জনসমাগম বেশি সেসকল স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বত্র তল্লাসি চৌকি বসানো হয়েছে। ’

বোমা হামলা পরবর্তী পদক্ষেপ হিসেবে মুম্বাই পুলিশ শহরবাসীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে থাকার জন্য মোবাইলে পরামর্শ দিয়েছে। সারা শহর জুরেই থমথমে অবস্থা বিরাজ করছে।
 
২০০৮ সালে এমনই এক জঙ্গী হামলায় মুম্বাইয়ে মারা যায় একশ ৭০ জন মানুষ।

বেশ কিছু বছর ধরেই ভারতের মুম্বাই একের পর এক সন্ত্রাসীদের বোমা হামলার টার্গেট হয়ে আসছে। এই বোমা হামলার কয়েকদিন আগেই বিমানবন্দরে বোমা হামলা হতে পারে বলে পুরো মুম্বাইয়ে সর্তকতা জারি থাকা সত্ত্বেও কিভাবে এই বোমা হামলার ঘটনা ঘটলো তা মুম্বাইবাসীদের ভাবিয়ে তুলেছে।
 
এর আগেও ১৯৯৩,২০০২,২০০৬,২০০৮ সালে মুম্বাইয়ে বোমা হামলার ঘটনা ঘটে।

মুম্বাইয়ের বোমা হামলার ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দ নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।