ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলার দিনই দিল্লিতে ফ্যাশন শো!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
মুম্বাই হামলার দিনই দিল্লিতে ফ্যাশন শো!

নিউদিল্লি: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই যখন ধারাবাহিক বোমা বিস্ফোরণে প্রকম্পিত ঠিক তখনই রাজধানী দিল্লিতে মাস্তি করছেন কয়েকজন প্রভাবশালী রাজনীতিক।

বুধবার সিরিজ বোমা হামলায় ভারতজুড়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেও একাধিক রাজনীতিক তখন রাজধানী দিল্লিতে ফ্যাশন শো উপভোগ করছিলেন।



এদিন দিল্লির গ্র্যান্ড হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করেন বিরোধী দল বিজেপি’র জ্যেষ্ঠ নেতা এবং সাবেক  কেন্দ্রীয় মন্ত্রী অশোক কুমার প্রধান।

অশোকের ফ্যাশন ডিজাইনার মেয়ের কিছু ডিজাইনের প্রথম প্রদর্শনী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

রাজনৈতিক অঙ্গণের অন্য ব্যক্তিত্বদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন, পর্যটনমন্ত্রী সুবোধ কান্ত সাহে এবং বিজেপি’র সাধারণ সম্পাদক ও দিল্লির সাবেক মেয়র আরতি মেহরা। বিজেপি সম্পাদক বাণী ত্রিপাঠিও উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সাবেক বেসামরিক বিমানমন্ত্রী রাজিব প্রতাপ রুডির স্ত্রী নীলম প্রতাপ রুডি।

এমনকি মুম্বাইয়ের সুরেশ ওবেরয়, মধুর ভা-ারকার, মুগদা ঘোষ এবং আনুশকা শর্মার মতো সেলিব্রেটিরাও বন্ধু-বান্ধবসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে আরতি মেহরা বলেন, ‘এ ঘটানায় আমি খুবই মর্মাহত। তবে জীবন তো অবশ্যই থেমে থাকে না। আর অশেঅক আমার বড় ভাইয়ের মতো। আমি এখানে এসেছি শুধু তার জন্যই। ’

সুবোধ কান্ত সাহে বলেন, ‘এমন একটি ঘটনা ঘটলেও জীবন তো স্থীর থাকে না। আমরা যাই করি না কেনো কাজ করে যেতেই হবে। ’

দিল্লি অবস্থানরত সেলিব্রেটিদের মধ্যে অনুষ্ঠানে সরব উপস্থিতি ছিল রেনু ট্যান্ডন, আনাজনা কুঠিয়ালা এবং এফডিসিআই প্রেসিডেন্ট সুনীল শেঠীর।

একটি ভুল দিনে এমন আনন্দযজ্ঞে যে মেতেছেন এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না যেনো মুগদা ঘোষের। মুম্বাই হামলার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি উল্টো সরকারকে উপদেশ দিয়ে বলেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উচিত তাদের কর্ম দক্ষতার উন্নতি করা। ’

অপরদিকে এমন দিনে এই অনুষ্ঠানে উপস্থিতির কারণ জানতে চাইলে মধুর ভা-ারকার বলেন, ‘আমি দুঃখিত। এমন দিনে আমি এখানে আসতে চাইনি। কিন্তু প্রিয় বন্ধু অশোক প্রধানের অনুরোধ ফেলতে পারিনি বলেই আসা। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।