ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারজাইয়ের ভাইয়ের দোয়া অনুষ্ঠানে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
কারজাইয়ের ভাইয়ের দোয়া অনুষ্ঠানে হামলা, নিহত ৪

কান্দাহার: আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নিহত সৎভাইয়ের দোয়া অনুষ্ঠানে এক আত্মঘাতী হামলায় ৪ জন নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার কান্দাহার শহরে লাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় হামলাকারী পাগড়ির নীচে বিস্ফোরক নিয়ে মসজিদের সামনের দরজায় নিজেকে উড়িয়ে দেয়।

ঘটনাস্থলে কারজাই উপস্থিত ছিলেন না। তবে তার অপর ৪ ভাই সেখানে থাকলেও তারা অক্ষত রয়েছেন।

প্রেসিডেন্ট কারজাইয়ের সৎভাই আহমাদ ওয়ালি কারজাই একজন বিতর্কিত ব্যক্তি। তবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ন্যাটোর অভিযানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত মঙ্গলবার নিজ দেহরক্ষীর গুলিতে তিনি নিহত হন।

ভাইয়ের শেষকৃত্যে অংশ নিতে কারজাই বুধবার কান্দাহারে যান। কিন্তু বৃহস্পতিবার দোয়া মাহফিলের আগেই তিনি কান্দাহার ছেড়ে যান।

মসজিদে এ হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এদিকে এ হামলার পরই কান্দাহারের কেন্দ্রে অপর একটি বিস্ফোরণে একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে কান্দাহারের পুলিশ প্রধান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।