ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করবে লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করবে লিবিয়া

ত্রিপোলি: লিবিয়াতে ন্যাটোর বিমান হামলায় এক হাজার একশ’রও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ। লিবিয়া সরকারের প্রধান কৌঁসুলি মোহাম্মদ জেকরি মাহজুবি এ অভিযোগ করেছেন।

খুব শিগগির এ পশ্চিমা সামরিক জোটের প্রধানের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।

মোহাম্মদ জেকরি মাহজুবি বুধবার ত্রিপোলিতে বিদেশি সাংবাদিকদের বলেন, ‘আমি যুদ্ধাপরাধের অভিযোগে ন্যাটো প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেনের বিরুদ্ধে লিবিয়ার আদালতে মামলা করবো। ’

তিনি বলেন, ‘লিবিয়ার নিরস্ত্র মানুষের ওপর হামলা, ত্রিপোলিসহ বিভিন্ন শহরে এবং গ্রামে ন্যাটোর বোমা হামলায় এক হাজার একশ’ ৮ জন বেসামরিক মানুষ নিহত এবং সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার জন্য ন্যাটোর প্রধান হিসেবে রাসমুসেনই দায়ী। ’

ইতোমধ্যে ন্যাটো প্রধানের বিরুদ্ধে অভিযোগের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
 
যুদ্ধাপরাধ ছাড়াও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যাচেষ্টা, সাধারণ জনগণের ওপর উদ্দেশ্য প্রণোদিত হামলা এবং শিশুহত্যার জন্যও রাসমুসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন প্রধান কৌঁসুলী মোহাম্মদ মাহজুবি।

এছাড়াও লিবিয়ার বর্তমান প্রশাসনকে উৎখাত করে বিদ্রোহীদের মাধ্যমে তেল-সমৃদ্ধ লিবিয়ার সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চেষ্টার অভিযোগে ন্যাটো প্রধানকে অভিযুক্ত করা হয়েছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে গাদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরুর পর গত মার্চের শেষের দিকে বেসামরিক মানুষদের নিরাপত্তা দেওয়ার দোহাই দিয়ে সামরিক অভিযান শুরু করেছে পশ্চিমা জোট ন্যাটো। প্রথমে ৯০ দিনের অভিযান শুরু করলেও গাদ্দাফির অনড় অবস্থানের কারণে অভিযানের সময়সীমা পরে আরও ৯০ দিন বাড়িয়ে নেয় তারা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।