ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের সর্বশেষ সদস্য হতে যাচ্ছে দ. সুদান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
জাতিসংঘের সর্বশেষ সদস্য হতে যাচ্ছে দ. সুদান

খার্তুম: জাতিসংঘের ১৯৩তম সদস্য দেশ হতে যাচ্ছে সদ্য স্বাধীনতা পাওয়া আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হবে।



জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার সাধারণ সভায় বিশ্বের সবচেয়ে নতুন দেশ হিসেবে দক্ষিণ সুদানকে সদস্য পদ দিতে সুপারিশ করেছে।

এ ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিদো ওয়েস্তারওয়েল এক বিবৃতিতে বলেন, ‘আমরা দক্ষিণ সুদানকে জাতিসংঘের নতুন সদস্য হিসেবে দেখতে চাই এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।

চলতি মাস থেকে জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেতৃত্ব দিচ্ছে।

গত শনিবার বিশ্ব নেতাদের উপস্থিতিতে দক্ষিণ সুদানিরা তাদের স্বাধীনতা উদযাপন করে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও এসময় উপস্থিত ছিলেন।

গত জানুয়ারি মাসে গণভোটের ভেতর দিয়ে আফ্রিকার সর্ববৃহৎ দেশ সুদান ভেঙে দক্ষিণ সুদান নামে একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।

২০০৫ সালের শান্তি চুক্তির অংশ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হয়। যার ফলে দেশটিতে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটে। দেশটির উত্তরাংশে আরব মুসলিমরা কৃষ্ণাঙ্গ খ্রিস্টান ও অ্যানিমিস্ট অধ্যুষিত তেল সমৃদ্ধ দক্ষিণ সুদান নিয়ন্ত্রণ করত।

দেশটি শুধু মাত্র নামেই বিচ্ছিন্ন হয়েছে। এখন পর্যন্ত সীমানা নির্ধারণ, তেল এবং নাগরিকদের বিষয়ে কোনো মীমাংসা হয়নি।

জাতিসংঘ মহাসচিব উত্তর সুদান এবং দক্ষিণ সুদানকে একযোগে কাজ করার আহ্বান জানান। জাতিসংঘ তাদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

ইতোমধ্যে, দক্ষিণ সুদানীদের সুদানী জাতীয়তা প্রত্যাহারের জন্য সুদান সংসদ প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সুনা।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।