ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নিখোঁজ শিশুর সন্ধান মিললো ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, মে ২৯, ২০১৬
পাকিস্তানে নিখোঁজ শিশুর সন্ধান মিললো ভারতে

ঢাকা: বাবা-মায়ের সঙ্গে বাসা পরিবর্তন করছিলো পাঁচ বছরের তুফায়েল ইসলাম। কিন্তু এক সময় বাবা-মা’র অজান্তে হারিয়ে যায় সে।

বুকের মানিককে ফিরে পেতে গত দুই বছর অনেক খোঁজাখুঁজিও করেছেন।  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় সন্তানের খোঁজ পান তারা। ভাগ্যচক্রে সন্তানের খোঁজ পেলেও এখনও ছুঁয়ে দেখতে পারেননি। আর সেজন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু সময়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ২০১৪ সালের ৬ জুন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার চারসাদ্দা থেকে নিখোঁজ হয় তুফায়েল। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে স্থানীয় পুলিশ স্টেশনে এফআইআর করেন। ব্যর্থ পুলিশ গত দুই বছরে তাদের কোনো আশার বাণী শোনাতে পারেনি।  

সম্প্রতি সৌদি আরবে থাকা তুফায়েলের চাচা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফায়েলের ছবি দেখতে পান। ছবিটির নিচে যোগাযোগের জন্য একটি নম্বর দেওয়া ছিল। যা প্রকাশ করেছেন ভারতীয় এক সমাজকর্মী।  

এরপর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভারতের রাজস্থানের গঙ্গানগর পুলিশ স্টেশনে আটক রয়েছে তুফায়েল।  

এদিকে নিখোঁজ শিশু তুফায়েলকে ফেরত পেতে পাকিস্তান ও ভারত সরকারের সহায়তা চেয়েছেন তার বাবা-মা।

বাংলাদেশ  সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।