ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে হামলায় ৫ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
মালিতে হামলায় ৫ শান্তিরক্ষী নিহত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।

তাদের ওপর জঙ্গি হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শান্তিরক্ষীদের ওপর এটাই দেশটিতে প্রথম হামলার ঘটনা বলে উল্লেখ করা হয়।

জাতিসংঘ ও সংশ্লিষ্ট পুলিশের বরাত দিয়ে সোমবার (৩০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। দেশটির মোফটি অঞ্চলের সিভারি শহর থেকে ২০ মাইল দূরে ওই হামলার ঘটনাটি ঘটে।

জাতিসংঘের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়, হামলায় নিহত সবাই আফ্রিকার পশ্চিম উপকূলের দেশ টোগো’র নাগরিক।

এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই হামলার ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন।

অপরাধীদের শনাক্ত করে দ্রুত ন্যায় বিচারের জন্য দাবিও জানান বান কি মুন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬/আপডেট: ১৭২৮ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।