ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে: মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১
মুম্বাইয়ে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে: মনমোহন সিং

মুম্বাই: মুম্বাইয়ে বোমা হামলাকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার মুম্বাইয়ে বোমা বিস্ফোরণস্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন।


 
দেশটির পুলিশ সংস্থা ধারণা করছে, মুম্বাই হামলার জন্য দেশেই বেড়ে ওঠা ইসলামি জঙ্গি সংগঠনই দায়ী।

মুম্বাইয়ে বুধবারের এই হামলার দায়-দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ভারত সরকারও সন্দেহভাজন কোনো গোষ্ঠীর নাম এখনো জনগণের উদ্দেশে বলেনি।

২০০৮ সালে মুম্বাইয়ে এরকমই একটি বোমা হামালায় ১৬৬ জন মানুষ মারা যায় এবং এই ঘটনার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করা হয়।

বোমা হামলায় আহতদের দেখে হাসপাতাল থেকে বের হয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হলো এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। ’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ওই হামলার আগে আটক ভারতীয় ইসলামি চরমপন্থিদের কয়েকজন সদস্যকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।    

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।