ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলা: দুই মুজাহিদিন সদস্যকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১
মুম্বাই হামলা: দুই মুজাহিদিন সদস্যকে জিজ্ঞাসাবাদ

মুম্বাই: মুম্বাই হামলার সূত্র খুঁজতে আটক সন্দেহভাজন দুই ইন্ডিয়ান মুজাহিদিন সদস্যসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র সরকার।

মহাররাষ্ট্রের এন্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) এবং মুম্বাই প্রশাসনের অপরাধ শাখা যৌথভাবে এ তদন্তকাজ পরিচালনা করছে।



এটিএস কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি আটক দুই ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য এবং গোপন সন্ত্রাসী সংগঠন ও সমাজবিরোধী কর্মকা-ে যুক্ত সংগঠগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কতোজনকে এ সন্দেভাজন তালিকায় রাখা হয়েছে তা বলতে রাজি হননি তারা। তারা বলছেন, ‘আমাদের বিশ্বাস আমরা সঠিক পথেই অগ্রসর হচ্ছি। ’

তদন্তকাজে সর্বোচ্চ সহযোগিতা পেতে এটিএস এবং অপরাধ শাখা তাদের গোয়েন্দা নেটওয়ার্ককেও রাজ্যে সক্রিয় করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সন্ত্রাসীরা হামলার কাজে উচ্চ প্রযুক্তি ব্যবহার করেনি বলেই তাদের বিশ্বাস। তাই তারা মনুষ্য গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করেই ঘটনার সূত্র বের করতে পারবেন বলে মনে করছেন।

সম্প্রতি মহারাষ্ট্র এটিএস মোহাম্মদ মোবিন খান (৩২) এবং তার চাচাত ভাই আইয়ুব রাজা শেখ (২৮) নামে দু’জন ইন্ডিয়ান মুজাহিদিন সদস্যকে আটক করেছে। শহরের আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এই সন্দেহভাজন মুজাহিদিন সদস্যরা ২০০৮ সালে গুজরাটের আহমেদাবাদে সিরিজ বোমা হামলার জন্য গাড়ি সরবরাহ করেছিল বলে অভিযোগ করা হয়। ওই হামলায় ৫৬ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার মুম্বাইয়ের জাবেরি বাজার, ওপেরা হাউজ এবং দাদারে ধারাবাহিক হামলায় ১৮ জন নিহত হন। আহত হন ১৩০ জনেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।