ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘গুলি’তে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জুন ২, ২০১৬
 ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘গুলি’তে নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে। তবে তা আত্মহত্যা না খুন এ বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার (০১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবন থেকে এ দু’মরদেহ উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সকাল ১০টার আগে বয়েলটার হলে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। খবর পেয়ে ক্যাম্পাসে গিয়ে ওই ভবনে বন্দুকধারীর খোঁজে অভিযান চালায় পুলিশ।

লস এঞ্জেলস পুলিশ বলছে, ওই ভবনে দুইজনকে মৃত অবস্থায় পাওয়‍া গেলেও তারা কর্মকর্তা, ছাত্র নাকি দর্শনার্থী সে বিষয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি।

লস এঞ্জেলস পুলিশ বিভাগের প্রধান চার্লি বেক বলেন, এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনও ক্লিয়ার নয়। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, তবে তা সুইসাইড নোটের জন্যে যথেষ্ট নয়।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।