ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে গুলবার্গ হামলায় দোষী ২৪, খালাস ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জুন ২, ২০১৬
গুজরাটে গুলবার্গ হামলায় দোষী ২৪, খালাস ৩৬

ঢাকা: ভারতের গুজরাটে ২০০২ সালে গুলবার্গ সোসাইটিতে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ৬৬ জনের মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। তবে বেকসুর খালাস দেওয়া হয়েছে বাকি ৩৬ জনকে।



বৃহস্পতিবার (২ জুন) রাজ্যের সাবেক রাজধানী আমদাবাদের বিশেষ আদালত এ আদেশ দেন। দোষী সাব্যস্ত ২৪ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ হয়েছে। চার দিন পর ৬ জুনই দোষীদের সাজা ঘোষণা করবেন আদালত।

২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেস জ্বালিয়ে দেওয়ার ঘটনার পরের দিন গুলবার্গ সোসাইটিতে দাঙ্গা বাধে। এতে মৃত্যু হয় ৬৯ জনের। যাদের মধ্যে ছিলেন কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এহসান জাফরিও।

এ ঘটনায় সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে হত্যাকাণ্ডের তদন্ত দাবি জানায় জাতীয় মানবাধিকার কমিশন ও ন্যায়বিচার এবং শান্তির জন্য নাগরিক সমাজ নামে দু’টি সংগঠন। পরে সুপ্রিম কোর্ট ২০০৮ সালের মার্চে সাবেক কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (সিবিআই) প্রধান আরকে রাঘবনকে প্রধান করে গুজরাট সরকারকে বিশেষ তদন্ত দল (সিট) গঠন করে মামলা তদন্তের নির্দেশ দেয়।

গঠিত তদন্ত দল এই মামলা চালিয়ে যায় আহমেদাবাদে গঠিত বিশেষ আদালতে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ওই মামলার বিচার কাজ শেষ হয়। সে বছরের ৩১ মে আদালতকে রায় ঘোষণার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

সাত বছর ধরে বিচার প্রক্রিয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার আহমেদাবাদ বিশেষ আদালতের বিশেষ বিচারক পিবি দেশাই এ রায় ঘোষণা করলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।