ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রামকেই ভোট দেবেন পল রায়ান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, জুন ৩, ২০১৬
ট্রামকেই ভোট দেবেন পল রায়ান!

ঢাকা: গলার সুর পাল্টে ফেলেছেন রিপাবলিকান দলের অন্যতম তরুণ ও উদীয়মান নেতা এবং মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের বিপক্ষে শুরু থেকেই তার অবস্থান ছিলো দেখার মতো।

কিন্তু সম্প্রতি তিনি ট্রাম্পের সঙ্গে মিলেমিশে কাজ করার একটি পূর্বাভাস দিয়েছেন।

শুক্রবার (০৩ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

দেশটির স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পল বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রামকেই বেছে নেবেন।

তিনি জানান, ট্রাম্প ও তার মধ্যে মতবিরোধ থাকলেও সেটির পরিধি খুব একটা নয়।  

শুধু তাই নয়, বর্তমানে ট্রামকেই তিনি যোগ্য হিসেবে বিবেচনা করছেন।

উল্লেখ্য কট্টর রক্ষণশীল পল রায়ান কর ও ভর্তুকি হ্রাসের সমর্থক। তার এ অবস্থানের কারণে তিনি তৃণমূল রিপাবলিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।