ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজ ইন্টারন্যাশনালের আরেক নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
নিউজ ইন্টারন্যাশনালের আরেক নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

লন্ডন: রেবেকা ব্রুকসের পর এবার পদত্যাগ করলেন নিউজ ইন্টারন্যাশনালের আরেক নির্বাহী কর্মকর্তা লেস হিন্টন। শুক্রবার রেবেকা ব্রুকসের পদত্যাগের পরপরই তিনি পদত্যাগ করেন।

একই দিনে এই দুই জন প্রধান নির্বাহী পদত্যাগ করলেন যখন ফোন হ্যাকিং ঘটনায় মিডিয়া মোঘল রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনের উঁচু সারির বেশ কয়েকজন কর্মকর্তাদের মধ্যে তিনি একজন। হিন্টন ছিলেন ডাও জোনস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক হলো ডাও জোনস।

১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত হিন্টন নিউজ ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেন যখন যুক্তরাজ্যের নিউজ অব দ্যা ওয়ার্ল্ড ফোন হ্যাক করেছিল।

এদিকে ‘এটা একটা ভুল ’ বলে রুপার্ট মারডক নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। শনিবার বৃটেনের এই জাতীয় পত্রিকায় মারডকের এই বক্তব্য সম্বলিত পুরো এক পাতা বিজ্ঞাপন ছাপা হয়।

হিন্টন মারডকের নিউজ কর্পোরেশনের হয়ে প্রায় অর্ধ শতকেরও বেশি সময় কাজ করেছেন। তিনি সর্বপ্রথম মারডকের মালিকানাধীন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড নিউজের একজন শিক্ষানবীশ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন।  

এক বিবৃতিতে হিন্টন বলেন, ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের বিষয়টি যখন উন্মোচণ হচ্ছিল তখন আমি নিউইয়র্ক থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিলাম। ’

‘আমি যে সময়ে নিউজ ইন্টরন্যাশনালের নির্বাহী চেয়ারম্যান ছিলাম সেসময়কার কয়েক শত নিউজ নিয়ে অভিযোগ উঠেছে বলেও জানান লেস হিন্টন। ’

ফোন হ্যাকিংয়ের ঘটনায় যেসকল নীরিহ জনগণ কষ্ট পেয়েছে তা অকল্পনীয় বলে হিন্টন বলেন, ‘আমি বলবো না যে আমি নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের কার্যক্রম সম্পর্কে অবহিত ছিলাম না। আর তাই নিউজ কর্পোরেশন থেকে আমি পদত্যাগ করেছি। যারা নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের কার্যকলাপে আহত হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ’

এদিকে হিন্টনের পদত্যাগের খবরে দুঃখ প্রকাশ করে মিডিয়া মোঘল মারডক এক বিবৃতিতে বলেন,‘ লেস এবং আমি ৫২ বছরেরও বেশি সময় একসঙ্গে কাজ করেছি। তার পদত্যাগে আমি অনেক দুঃখ পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।