ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ১০৪ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ৩, ২০১৬
লিবিয়া উপকূলে ১০৪ অভিবাসীর মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়া উপক‍ূল থেকে ১০৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে দেশটির নৌবাহিনী।

শুক্রবার (০৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির নৌব‍াহিনীর কর্নেল আয়ুব গাসিম জানান, লেবাননের পশ্চিমাঞ্চলীয় শহর জয়ারার কাছাকাছি উপকূল থেকে ১০৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

‘অবৈধ পথে  ইউরোপগামী অভিবাসীর নৌকাগুলো সাধারণত ছোট হয়। এসব নৌকায় সাধারণত ১২৫ জনের মতো লোক ধরে। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ’

তিনি জানান, গত বৃহস্পতিবার (০২ জুন) উপকূলে একটি নৌকা ভাসতে দেখে তা জব্দ করে লিবিয়ার কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে, বুধবার অভিবাসী নিয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি দিচ্ছিলো নৌকাটি।

‘অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাত্রা বন্ধ করা যাচ্ছে না। ফলে এভাবে নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বাড়ছেই,’ বলেন এই কর্মকর্তা।

লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে গমনেচ্ছু অভিবাসীর সংখ্যা দিনদিন বাড়ছে। ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দেওয়ায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।

প্রতিনিয়ত সাগর উপকূল থেকে ‍অবৈধভাবে ইউরোপগামী প্রবাসীদের আটক করে লিবিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী।

স‍াম্প্রতিক সময়েও ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাত্রার সময় এক হাজারের বেশি অভিবাসীকে উপকূল থেকে উদ্ধার করে লিবিয়া নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ০৩, ২০১৬, আপডেট: ১৯১০ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।