ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘মাদক বৈধ’ করার আহবান মেক্সিকোর সাবেক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
‘মাদক বৈধ’ করার আহবান মেক্সিকোর সাবেক প্রেসিডেন্টের

মেক্সিকো সিটি: মাদকের উৎপাদন, বিক্রি ও বিপনন বৈধ করার আহবান জানিয়েছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স। তিনি একে মাদকের বিরুদ্ধে যুদ্ধের কৈশল হিসেব উল্লেখ করেছেন।

মাদকের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, ‘তার দেশ রক্তয়ী মাদক যুদ্ধে ডুবে যাচ্ছে। ’

মেক্সিকো সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তার ভিত্তিতে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ’ ঘোষণার এক বছর পর ফক্স তার সাপ্তাহিক ব্লগে ওই মন্তব্য করেন।

ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ফেলিপ কালডেরনের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে ফক্স বলেন, মাদকের উৎপাদন, বিক্রি এবং বিপণন বৈধ করতে হবে। এই বৈধতাকে মাদকের বিরুদ্ধে যুদ্ধের কৈশল হিসেবে নিতে পারি। যা আমাদের দেশের অর্থনীতিকে ভেঙ্গে দিয়েছে। এরফলে মাদক ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

ফক্স আরও বলেন, মাদকের ওপর উচ্চ হারে কর আরোপ করা হবে। এই অর্থ জনগণের সাহায্যে ও মাদকাসক্তদের চিকিৎসায় ব্যয় করা হবে।  

২০০৬ সালের পর থেকে মাদক পাচার রুট নিয়ন্ত্রন নিয়ে মাদক চক্র এবং মাফিয়া বাহিনীর সহিংসতায় ২৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।