ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, জুন ৪, ২০১৬
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের আশপাশ এলাকায় পুলিশ চেকপোস্ট, একটি রেস্তোরাঁ ও দু’টি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।

দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (০৪ জুন) বাংলাদেশ সময় বিকেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় আট জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন সৈন্য রয়েছেন।

অপরদিকে, বাগদাদের দু’টি পৃথক মার্কেটে বোমা হামলায় যাথাক্রমে ৫ জন ও ২ জন নিহত হয়েছেন।

তবে কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে বিষয়টি জানা যায়নি এবং কেউ দায়ও স্বীকার করেনি। জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৬/আপডেট: ১০১০ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।