ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামাকে হত্যার পরিকল্পনা ছিল আল কায়েদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
ওবামাকে হত্যার পরিকল্পনা ছিল আল কায়েদার

ওয়াশিংটন: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান সিআইএ প্রধান আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাবেক সেনাপতি ডেভিড পেট্রাউসকে হত্যার  পরিকল্পনা করেছিলেন।

পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের সেই বাড়ি থেকে উদ্ধার করা নথিপত্র থেকে এমন তথ্য মিলেছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।



গত ২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদের একটি কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত  হন।

প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, আফগান-পাকিস্তান অঞ্চলে ওবামা এবং পেট্রাউসেকে বহনকারী বিমান ধ্বংসের পরিকল্পনা করছিল আল কায়েদা।

নথিগুলো পরীক্ষা নীরিক্ষার কাজে যুক্ত একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ৯/১১ এর ১০ম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল আল কায়েদা নেতা।

আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলার জন্য দল গঠন বিষয়ে বিন লাদেন তার অপারেশন চিফ আতিয়াহ আবদ আল রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তবে রহমানের প্রস্তাবিত নামগুলো বিন লাদেন নাকচ করে দেন।

তবে হামলার বিষয়টি শুধু আলোচনার পর্যায়েই ছিল বলে তিনি জানান।

অ্যাবোটবাদের কম্পাউন্ড থেকে পাওয়া নথি পত্র ঘেঁটে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আরব উপদ্বীপে তৎপর ইয়েমেন ভিত্তিক আল কায়েদার সঙ্গে বিন লাদেন নিয়মিত যোগাযোগ রাখতেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।