ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারজাইয়ের ভাইয়ের খুনির সঙ্গে সিআইএর সম্পর্ক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
কারজাইয়ের ভাইয়ের খুনির সঙ্গে সিআইএর সম্পর্ক

কাবুল: জঙ্গিগোষ্ঠী তালেবানে যোগ দেওয়ার আগে হামিদ কারজাইয়ের ভাইয়ের খুনি দেহরক্ষী যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল।

শনিবার প্রকাশিত একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

গত মঙ্গলবার সরদার মোহাম্মদ নামের এক দেহরক্ষীর গুলিতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই ওয়ালি কারজাই খুন হন। একইদিন খুন করার আগে সরদার মোহাম্মদ ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। তার আরও দুইজন দূরাত্মীয় ভাইও সিআইএ পরিচালিত আধাসামরিক বাহিনী কাজ করে।

কারজাইদের আরেক ভাই মাহমুদ কারজাই বলেন, ‘আমরা অনুসন্ধান করে জেনেছি, গত তিন মাসে সে (দেহরক্ষী) এলোমোলো  আচরণ করছিল। তার আচরণ ছিল অস্বাভাবিক ও অস্থির। তার ঘুম হচ্ছিল না, খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। মধ্যরাতে তার ফোন আসছিল। আমাদের পাওয়া তথ্যে আরও জানা গেছে, কিছুদিন আগে সে পাকিস্তানের কোয়েটায় সফরে গিয়ে তালেবান সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। ’ প্রাথমিক অনুসন্ধানে এসব জানা গেছে বলে তিনি জানান।

গত বিশ্লেষকরা জানাচ্ছেন, এ থেকে বোঝা যাচ্ছে আফগান সেনাবাহিনী ও পুলিশই কেবল ন্যাটোর কাছে ক্ষমতার নিতে সমস্যার মুখোমুখি হচ্ছে না। তালেবানের গোয়েন্দা কার্যক্রমও অত্যন্ত গোপনে সূক্ষভাবে চলছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।