ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিরুপমা রাও যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
নিরুপমা রাও যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন

নয়াদিল্লি: ভারতের বর্তমান পররাষ্ট্রসচিব নিরুপমা রাও পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকারিভাবে শনিবার এ কথা জানানো হয়েছে।



তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দিবেন। বর্তমান রাষ্ট্রদূত মীরা শঙ্করের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিরুপমা। গত জুন মাসেই এ কথা নিশ্চিত করা হয়েছিল।     

বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র দিল্লিতে জানান, রাওকে ভারতের পররর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করা হেেচ্ছ, রাও শিগগিরই তার নতুন দায়িত্ব বুঝে নিবেন।

ভারতের বিদেশ বিষয়ক বিভাগের ১৯৭৩ সালের ব্যাচের কর্মকর্তা নিরুপমা রাও ২০০৯ সালের ১ আগস্ট দ্বিতীয় নারী হিসেবে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান। এর আগে চকিলা আয়ার ভারতের প্রথম নারী পররাষ্ট্র সচিব ছিলেন।

শ্রীলঙ্কা এবং চীনের রাষ্ট্রদূতসহ ভারতের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিরুপমা। রাও-ই একমাত্র নারী যিনি  বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ছিলেন। এর আগে ওয়াশিংটনে তিনি কনিষ্ঠ কূটনীতিক ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।