ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলা: জিজ্ঞাসাবাদের পরেই মারা গেলেন সন্দেহভাজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১
মুম্বাই হামলা: জিজ্ঞাসাবাদের পরেই মারা গেলেন সন্দেহভাজন

মুম্বাই: বোমা হামলার সঙ্গে জড়িত থাকা সন্দেহে মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদের পরপরই একজন মারা গিয়েছে।

বৃহস্পতিবারের মুম্বাই বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার ফাইয়াজ উসমানি নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।

জিজ্ঞাসাবাদ পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে তিনি সেখানেই মারা যান।

এদিকে ফাইয়াজের ওপর পুলিশ নির্যাতন করেছে বলে দাবি মৃতের পরিবারের।

কিন্তু প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে বলা হয়, ফাইয়াজের রক্তচাপ ছিলো খুব বেশি এবং উচ্চ রক্তচাপের কারণেই তার মৃত্যু হয়েছে।

মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও রিপোর্টে জানানো হয়।

মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ ফাইয়াজের পরিবারের করা অভিযোগকে অস্বীকার করে বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের সময় কোনো প্রকার অত্যাচার করা হয়নি। ’

ডিসিপি নিসার তামবলি বলেন, ‘ফাইয়াজ উসমানিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল নিয়ে আসা হয়েছিল। কিন্তু সে তখনই খুব একটা ভালো বোধ করছিলেন না। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। ’

ফাইয়াজের পরিবারের করা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে কোনো নির্যাতনের প্রশ্নই ওঠেনা। তাকে সর্বোচ্চ এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন তিনি। ’

ফাইয়াজ মুম্বাইয়ের সিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফাইয়াজ উসমানির ভাই আফজাল উসমানি বর্তমানে জেল হাজতে আছেন। আহমেদাবাদ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে ২০০৮ সালে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।