ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে আড়াই ঘণ্টার মধ্যাহ্ন বিরতি পাচ্ছেন শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
দুবাইয়ে আড়াই ঘণ্টার মধ্যাহ্ন বিরতি পাচ্ছেন শ্রমিকরা

ঢাকা: দুবাইয়ে কারখানার বাইরে কর্মরত শ্রমিকদের দিনে আড়াই ঘণ্টা মধ্যাহ্ন বিরতির সময় দিতে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকদের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জুন) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত) এ মধ্য বিরতির সময় পাবেন তারা।

মঙ্গলবার (১৪ জুন) দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

মাহের আল অবেদ নামে ওই কর্মকর্তা জানান, দেশটির প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা মানতে হবে। সেই সঙ্গে বিষয়টি নজরদারিতে রাখতে ১৮টি দল গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলো এ নিয়ম না মানলে প্রতি শ্রমিকের জন্য তাদের পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে।  

মধ্যাহ্ন বিরতির সময় শ্রমিকদের বিশ্রামের জন্য সুবিধামত স্থান করে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শ্রমিকদের কাজের সময় তাদের ঠাণ্ডা পানির পাশাপাশি ঠান্ডা স্থানের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।