ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়ানদের সীমান্ত ছাড়ার আহবান থাই প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
কম্বোডিয়ানদের সীমান্ত ছাড়ার আহবান থাই প্রধানমন্ত্রীর

ব্যাংকক: থাই প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা মঙ্গলবার কম্বোডিয়ার নাগরিকদের বিরোধপূর্ণ সীমান্ত এলাকা ছেড়ে যাবার আহবান জানিয়েছেন।

অভিজিৎ সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের এ এলাকা ত্যাগ করতে বলেছি।

তারা বিনা অনুমতি এ এলাকায় প্রবেশ করেছে এবং আমরা আইনবলে তাদের উচ্ছেদের চেষ্টা করছি। ’

অভিজিৎ আরও বলেন, ‘তারা জোর করে থাই ভূখন্ডে প্রবেশ করেছে। অতএব আমাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে এবং তা বাস্তবায়নে শান্তিপূর্ণ উপায়ে আমরা সম্ভাব্য সব কিছু করেবো। ’

চলতি বছরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে এটি ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা।

এদিকে এ এলাকায় দুই দেশ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লে তা রক্তক্ষয়ী সংঘর্ষে মোড় নিতে পারে বলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন সোমবার সতর্ক করে দেন।

উল্লেখ্য, ২০০৮ সালের জুলাই এ প্রেহ ভিয়ার মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার পর থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ড তাদের বিরোধপূর্ণ সীমান্তে কলহে জড়িয়ে পড়ে।

এদিকে বিশ্ব আদালত ১৯৬২ সালে মন্দিরটিকে কম্বোডিয়ার বলে রায় দিলেও এর মূল প্রবেশ পথ থাইল্যান্ডে অবস্থিত। এতে বিরোধপূর্ণ এ এলাকায় সংঘটিত বন্দুক যুদ্ধে এ পর্যন্ত ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।