ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডে গুলিবিদ্ধ ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ইংল্যান্ডে গুলিবিদ্ধ ব্রিটিশ এমপি

ঢাকা: ইংল্যান্ডের উত্তরাঞ্চলে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলীয় লিডস শহরের অদূরে বৃহস্পতিবার ( জুন ১৬) গুলিবিদ্ধ হন লেবার পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য জো কক্স।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই জো কক্সকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস শহরের একটি হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

৪১ বছর বয়সী দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।