ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের বাজারে পাওয়া যাচ্ছে আইফোন: অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
চীনের বাজারে পাওয়া যাচ্ছে আইফোন: অ্যাপল

ঢাকা: চীনে আইফোন-৬ ও ৬ প্লাস বিক্রি নিষিদ্ধ করা হলেও এখনও দেশটির বাজারে এ মডেলের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অ্যাপল।

 

এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাপল জানায়, বেইজিংয়ের রিজিওনাল পেটেন্ট ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে আবেদন করা হয়েছে, যার পুনর্বিবেচনার বিষয়টি এখনও আইপি কোর্টে প্রক্রিয়াধীন।

যদিও এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে পেটেন্ট লঙ্ঘনের দায়ে বেইজিংয়ে বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন-৬ ও আইফোন-৬ প্লাস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।    

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।