ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় লেকে নৌকা ডুবে ১০ শিশুর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ১৯, ২০১৬
রাশিয়ায় লেকে নৌকা ডুবে ১০ শিশুর মৃত্যু 

ঢাকা: রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল কেরেলিয়ার একটি লেকে পর্যটকবাহী তিনটি নৌকা ডুবে অন্তত ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ জুন) দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার কেরেলিয়ার সাইমোজিরো নামে লেকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঝড়ে নৌকাগুলো মোট ৪৯ জন যাত্রী নিয়ে উল্টে যায়।  

পরে উদ্ধার কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল লেকের নিচ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে মর্মান্তিক এ নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সেখানকার স্থানীয় মেয়র।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।