ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত ১৪

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

সোমবার (২০ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাসটিতে নেপালি নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ছিলেন। তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়।

এদিকে, হামলার পরপরই দায় স্বীকার করে তালেবান জঙ্গিগোষ্ঠী।  

আফগানিস্তানের সরকারি কর্মকর্তদের লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটে। রমজান শুরু হওয়ার পর এটাই প্রথম হামলার ঘটনা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরএইচএস/টিআই

*** কাবুলে যাত্রীবাহী বাসে বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।