ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলসে শপিং মলে বোমাতঙ্ক, মেট্রো স্টেশন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জুন ২১, ২০১৬
ব্রাসেলসে শপিং মলে বোমাতঙ্ক, মেট্রো স্টেশন বন্ধ

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি শপিং মলে বোমা থাকার গুজব ছড়িয়ে পড়ায় সেখানে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে নিয়েছে পুলিশ। পাশাপাশি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় নগরীর বেশ কয়েকটি মেট্রোরেল স্টেশন।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২১ জুন) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, সকালে ব্রাসেলসের সিটি-টু শপিং মলে এ বোমাতঙ্ক দেখা দেয়। এ সময় শপিং মলটিকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পাশাপাশি শপিং মলে আসা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।  এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহজনক গতিবিধির জন্য একজনকে আটক করা হয়। তবে ওই ব্যক্তির শরীরে বিস্ফোরক বেল্ট জাতীয় কিছু ছিল না।

বোমাতঙ্কের ঘটনায় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় ব্রাসেলস শহরের বেশকিছু মেট্রো স্টেশন।

সম্প্রতি ব্রাসেলসের একটি এয়ারপোর্টে বোমা হামলার ঘটনা ঘটে। এতে হতাহত হয় বহু মানুষ। এরপর থেকে দেশটিতে নিরপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।