ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত, চলছে গণণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৭, জুন ২৪, ২০১৬
ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত, চলছে গণণা

ঢাকা: ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের থাকা না থাকার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনা চলছে।

 

কয়েক ঘণ্টা পরেই জানা যাবে ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) ব্রিটেন থাকবে কিনা।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে ব্রিটেনে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। ব্রিটেন, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের প্রায় চার কোটি ৬০ লাখ ভোটার এতে অংশ নেয়।  

১৯৭৩ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিলো। দীর্ঘদিন এই জোটে থাকার পর সম্প্রতি জোট থেকে বেরিয়ে আসার জোর দাবি ওঠে।

শরণার্থী সংকট, অভিবাসন নীতি, ঐতিহ্য রক্ষার তাগিদ, অর্থনৈতিক নীতিসহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার দাবি আরও জড়ালো হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই গণভোট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৪০২  ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।