ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

শিশুদের জন্য ট্রুডোর নতুন সুবিধা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
শিশুদের জন্য ট্রুডোর নতুন সুবিধা ঘোষণা

ঢাকা: সচ্ছল মধ্যবিত্ত পরিবারের হাত ধরেই অর্থনীতি শক্তিশালী হয়, এমনটি বিশ্বাস করে কানাডিয়ান সরকার। কিন্তু দেশটিতে শিশুদের জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় লাখ লাখ মধ্যবত্তি পরিবারকে প্রতিদিনই টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে।

কানাডার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এসব মধ্যবিত্ত পরিবারগুলোকে টিকিয়ে রাখতে বাজেট ইমপ্লিমেনটেশন অ্যাক্ট অনুযায়ী শিশুদের জন্য বেশ কিছু সুবিধার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এর ফলে পরিবারগুলো তাদের অর্থ সংরক্ষণ ও বিনিয়োগের মাধ্যমে কানাডার অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী জুলাই থেকে শিশুদের জন্য নতুন সুবিধার আওতায় পরিবারগুলো প্রতি মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। ট্যাক্স রির্টান ফাইল করার পর তাদের আর সে অর্থ ফেরত দিতে হবে না।

এছাড়া যেসব শিশুদের পরিবারের বার্ষিক আয় দেড় লাখ ডলারের নিচে তারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।  

মূলত স্বাভাবিক জীবনযাপনে যাদের সবচেয়ে বেশি অর্থের প্রয়োজন, শিশুদের নতুন সুবিধা তাদের পকেটের অর্থ পকেটে রাখবে। যা কানাডার অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী ট্রুডো।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।