ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

আটকে গেলো ওবামার অভিবাসন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আটকে গেলো ওবামার অভিবাসন পরিকল্পনা

ঢাকা: মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে গেলো নথিভুক্তহীন লাখ-লাখ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বন্ধ করতে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন পরিকল্পনা।

এই নির্দেশের ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির নিম্ন আদালতের রায়ই বহাল থাকলো।

ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করতে আর কোনো আইনি বাধা থাকলো না।

বৃহস্পতিবার (২৩ জুন) দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশটি দিয়েছেন বলে শুক্রবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

সুপ্রিম কোর্টের ওই নির্দেশে হতাশা প্রকাশ করে ওবামা বলেন, এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ অভিবাসীকে চরম কষ্ট ভোগ করতে হবে। '

এর আগে ২০১৪ সালে অভিবাসন নীতি পরিবর্তন করা হলে কয়েক লাখ অবৈধ অভিবাসীর যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ হয়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের যুক্তরাষ্ট্রে বসবাস করার সেই সুযোগ বন্ধ হলো।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।