ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

ঢাকা: ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (২৭ জুন) দেশটির সরকারি বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, ইয়েমেনের হাদরামওদ প্রদেশের মুকাল্লা শহরে বোমা হামলার ঘটনাগুলো ঘটে। হামলার পরপরই আইএস এক বিবৃতি এসব হমলার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে তারা দাবি করে, আটজন আত্মঘাতী বোমারু হামলা চালালে ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর ৫০ সদস্য নিহত হয়েছেন।

গত এক বছর ধরেই জঙ্গি গোষ্ঠী আল কায়দার নিয়ন্ত্রণে ছিলো মুকাল্লা শহরটি। চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ জোটের সহায়তায় সরকার বাহিনী শহরটি দখলে নিতে সক্ষম হয়। দেশটিতে প্রায় আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হামলায় সরকারি বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।