ঢাকা: ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় প্রবল বর্ষণে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন।
শুক্রবার (১ জুলাই) সকালে উত্তরাখণ্ডের ওই অঞ্চলে আচমকাই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি শুরুর দুই ঘণ্টার মধ্যেই ১০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।
শুক্রবারের এ বৃষ্টিতে অন্তত সাতটি গ্রাম ভেসে গেছে। সেই সঙ্গে আটকা পড়ে আছেন অনেক মানুষ।
পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীদের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। পানির স্তর বেড়ে যাওয়ায় উত্তরাখণ্ডের নৈনিতাল, উধাম সিং নগর ,ছাম্পায়াত, আলমোরা, পাউরি, হরিদ্বার, দেরাদুন এবং তেহরি জেলায় ৭২ ঘণ্টার সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলগুলোর প্রশাসনকে ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবার পিছু দুই লাখ রুপি দেওয়া হবে ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
আরএইচএস/আরআই