ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঠোর হস্তে জঙ্গি দমনের অঙ্গীকার বাদশাহ সালমানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
কঠোর হস্তে জঙ্গি দমনের অঙ্গীকার বাদশাহ সালমানের

ঢাকা: সন্ত্রাস বা জঙ্গি দমনে সৌদিআরব বদ্ধ পরিকর বলে জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বুধবার (০৬ জুলাই) সৌদিআরবে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতর।

এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণকালে সালমান বিন আবদুল আজিজ বলেন, তার সরকার কঠোর হস্তে জঙ্গি দমন করবে।

তিনি বলেন, সৌদি তরুণদের জঙ্গি মনোভাবে উদ্ধুব্ধ করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।  

সোমবার (০৪ জুলাই) মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হন। মুসলিম বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এ ঘটনা।  

ওই হামলার প্রেক্ষিতে এই কঠোর অবস্থান ব্যক্ত করলে সৌদি বাদশাহ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।