ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৪০ আবু সায়াফ সদস্য নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
ফিলিপাইনে ৪০ আবু সায়াফ সদস্য নিহত 

ঢাকা: ফিলিপাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন আবু সায়াফ গ্রুপের (এএসজি) ৪০ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫জন।

 

সোমবার (১১ জুলাই) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।  

সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র মেজর ফাইলমন তান বলেন, বন্দুকযুদ্ধে ২২ জঙ্গি নিহত ও ১৬জন আহত হয়েছে। গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত সুলু প্রদেশের একটি জঙ্গলে এ অভিযান চালানো হয়।

বিদেশি কয়েকজন নাগরিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেখানে এ অভিযান চালানো হয়।  

ম্যানিলা থেকে প্রায় ৫৯০ মাইল দক্ষিণে ওই এলাকায় অভিযানের সময় এক সৈন্যও নিহত হন বলে জানান তিনি।  

এদিকে বসিলন প্রদেশের একটি দ্বীপের টিপো-টিপো শহরে সেনা অভিযানে আরও ১৮ আবু সায়াফ সদস্য নিহত হয়। নয়জনের মতো আহত হয়, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আবু সায়াফ গ্রুফ ফিলিপাইনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বিচ্ছিন্নতাবাদী চরমপন্থি সংগঠন। যারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।