ঢাকা: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালতে আসামির গুলিতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। পরে অন্য নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে আসামিও।
শিকাগো শহরের দেড়শ কিলোমিটার দূরে মিশিগানের বিরিয়েন কাউন্টির সেন্ট জোসেফ শহরের ওই আদালতে এ হত্যাকাণ্ড ঘটে। কাউন্টির প্রশাসনিক কর্মকর্তা (শেরিফ) পল বেইলির বরাত দিয়ে মঙ্গলবার (১২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
পল বেইলি জানান, নিহত দুই কর্মকর্তা আদালতের প্রহরায় নিয়োজিত বেইলিফের ছিলেন। ওই আসামিকে আদালতে তোলার সময় সে এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নিয়ে নির্বিচারে গুলি ছোঁড়ে। এতে ওই দুই কর্মকর্তা নিহত হন। পরে অন্য নিরাপত্তারক্ষীরা তাকে গুলি করে হত্যা করে।
সংবাদমাধ্যম জানায়, ওই আসামি গুলি ছুড়তে থাকলে আদালতপাড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন বিভিন্ন কক্ষে আশ্রয় নেয়। পরে অবশ্য হামলাকারী আসামি নিহত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এইচএ/