ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তিন লাখ রুপির বেশি নগদ লেনদেন নিষিদ্ধ হচ্ছে ভারতে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
তিন লাখ রুপির বেশি নগদ লেনদেন নিষিদ্ধ হচ্ছে ভারতে!

ঢাকা: তিন লাখ রুপির বেশি নগদ লেনদেন অথবা ১৫ লাখ রুপির বেশি নগদ অর্থ কাছে রাখা বেআইনি ঘোষণা করতে যাচ্ছে ভারত সরকার। মূলত কালো টাকার দৌরাত্ম্য রুখতেই এমন উদ্যোগ নিচ্ছে মোদি সরকার।

বৃহস্পতিবার ( জুলাই ১৪) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

২০১৪ সালে ক্ষমতায় বসার পরপরই কালো টাকার দৌরাত্ম্য প্রতিরোধ করতে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে কালো টাকা বিস্তার রোধে এই দুটি পদক্ষেপসহ আরও এক গুচ্ছ সুপারিশ করেছে এসআইটি। ২০১১ সাল থেকে কালো টাকার দৌরাত্ম্য প্রতিরোধে সরকারের উদ্যোগের ওপর নজরদারি করছে ভারতের সর্বোচ্চ আদালত।

জানা গেছে, বর্তমানে এসআইটি’র এসব সুপারিশ খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারত সরকার। সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।