ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

নিস শহরে হামলাকারী চালক তিউনিসীয় বংশোদ্ভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
নিস শহরে হামলাকারী চালক তিউনিসীয় বংশোদ্ভূত

ঢাকা: ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার (১৪ জুলাই) জনতার ওপর সন্ত্রাসী ট্রাক-হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জন নিরীহ শিশু ও নারী-পুরুষকে হত্যাকারী ট্রাকচালকের পরিচয় জানা গেছে।

সে তিউনিসীয় বংশোদ্ভূত।

একই সঙ্গে সে ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক (ডুয়াল সিটিজেনশিপ)। তার বয়স ৩১ বছর। সে নিস শহরেরই বাসিন্দা। বিএফএম টিভি পুলিশের বরাতে আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার দেওয়া তথ্য থেকে একথা জানিয়েছে।

ভয়াবহ সন্ত্রাসী হামলাকারী ওই চালকের মৃতদেহের পাশেই পড়ে থাকা একটি আইডি কার্ডে দেওয়া তথ্য থেকে চালকের পরিচয় শনাক্ত করা হয়।

এই নৃশংস হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিরীহ নারী-পুরুষ ও শিশু নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
টিআই/জেএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।