ঢাকা: তুরস্কে সামরিক বাহিনী দেশটির সরকার উৎখাতের প্রচেষ্টার ঘটনায় পাঁচ জেনারেল, ২৯ কর্নেলসহ মোট ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জনায়।
শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাত থেকে শুরু হওয়া এই অভ্যুত্থান প্রচেষ্টায় এখন পর্যন্ত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে অভ্যুত্থান সমর্থকদের ১৬ জন রয়েছে বলেও জানান দেশটির পুলিশ প্রধান।
সামরিক বাহিনীর একাংশ এই অভ্যুত্থানে অংশ নেয়। তবে সরকারের দ্রুত পাল্টা ব্যবস্থায় উদ্দেশ্য বিফল হয় অভ্যুত্থানকারীদের। ইতোমধ্যেই অভ্যুত্থান প্রচেষ্টায় অংশ নেওয়া সেনারা আত্মসমর্পণ করতে শুরু করেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
টিআই
আরও পড়ুন..
তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান দুনদার
তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টায় ৬০ জনের প্রাণহানি, গ্রেফতার ৭৫৪
ছবিতে তুরস্কের সামরিক বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা
অভ্যুত্থানের মধ্যেই ইস্তাম্বুল ফিরলেন এরদোগান
‘অভ্যুত্থান ব্যর্থ হয়েছে’ দাবি তুর্কি প্রধানমন্ত্রীর
অভুত্থান ব্যর্থ করার দাবি তুর্কি গোয়েন্দা সংস্থার
তুরস্কে অভ্যুত্থানকারীদের হামলায় ১৭ পুলিশ নিহত
তুরস্কে ‘সেনা অভ্যুত্থান’ চেষ্টা!