ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডাতেও উন্মুক্ত পোকেমন গো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
কানাডাতেও উন্মুক্ত পোকেমন গো

ঢাকা: যুক্তরাষ্ট্র, এশিয়া মাতিয়ে রাখা পোকেমন গো গেম এখন কানাডাতেও উন্মুক্ত হয়েছে। তবে এটি শুধু মাত্র আইফোনের জন্য।

এর অ্যান্ড্রয়েড ভার্সন আসতে আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ক্র্যাক ভার্সনে ডেমোতে খেলা যাচ্ছে আধুনিক এই গেম।

চলতি মাসের (জুলাই) শুরুর দিকে ভার্চুয়াল রিয়েলিটির এই গেমটি মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় পূর্ব রেকর্ড ভেঙে অবস্থান করছে শীর্ষে। শুধু তাই নয় পোকেমন গো অ্যাপটি এখন যুক্তরাষ্ট্রে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের তকমাও জুটিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই গেম।

ধারণা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে স্মার্টফোন ভার্সনে সারা বিশ্বে এই গেমের খ্যাতি সার্বিকভাবে হয়ে উঠবে অনন্য।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।