ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন ট্রাম্প

ঢাকা: প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণকালে তিনি একথা বলেন।

আরও পড়ুন- **ন্যাটো ভাঙার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসন ও মাদক চালান রুখতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর স্থাপন করা হবে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।  

তিনি জানান, তিনি নির্বাচিত হলে দেশ থেকে সন্ত্রাস দূর করবেন। সামরিক বাহিনীকে ঢালাওভাবে নতুন করে সাজাবেন।  

বক্তৃতাকালে তিনি ওবামা প্রশাসনের বাজেটের বিষয়েও সমালোচনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।