ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোয় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
মরক্কোয় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৭৮

রাবাত: মরক্কোয় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।    

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। সি-১৩০ হারকিউলিস নামের ওই সামরিক বিমানটি বিতর্কিত ওয়েস্টার্ন সাহারা মরুভূমির গুয়েলমিম নামক অঞ্চলে বিধ্বস্ত হয়।    

সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানটি ৮১ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। এদের মধ্যে ৬০ জন সেনা, নয়জন ক্রু এবং ১২ জন বেসামরিক ব্যক্তি ছিল। এদের মধ্যে ৪২ জনের লাশ পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি জানিয়েছে, গ্রিনিচ সময় ০৮০০টায় (স্থানীয় সময় সকাল ৯টা) মরক্কোর দক্ষিণাঞ্চলে সামরিক ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির তথ্যমন্ত্রী থালেদ নাকিরি গণমাধ্যমকে জানান, সামরিক বাহিনীর মতে ৭৮ জন নিহত হয়েছে। তবে এখনো অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে।

নাকিরি আরও বলেন, বিমানটি মরক্কোর দাখলা থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কিনিত্রায় যাচ্ছিল। মাঝখানে গুয়েলমিমে যাত্রা বিরতির কথা ছিল। রাজধানী রাবাত থেকে গুয়েলমিম ৬০০ কিলোমিটার দূরে।

১৯৭৯ সালে খনিজসমৃদ্ধ ওয়েস্টার্ন সাহারার নিয়ন্ত্রণ নেয় মরক্কো। এর আগে ওই অঞ্চলটি স্পেনের উপনিবেশ ছিল। এখানকার অধিবাসীরা ওই ভূখ-টিকে স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।