ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রমজানের শুভেচ্ছা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মুসলিম সম্প্রাদায়ের প্রতি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর অফিস ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বাংলানিউজকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে ব্রিটেনের মুসলিম কমিউনিটিসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।

রমজানের এই সময়টি প্রতিটি মুসলমানকে যেমন নিজেদের নিয়ে ভাবনার সুযোগ দেয়, ঠিক তেমনি অন্যদের নিয়েও ভাবার এটি একটি সুযোগ। ’

তিনি আরও বলেন, ‘এই পবিত্র মাস আমাদের স্মরণ করিয়ে দেয়, বিশ্বের অবহেলিত দরিদ্র জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধের কথা। ’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান মাসে ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের দরিদ্রদের জন্য বিলিয়ন বিলিয়ন পাউন্ড  দান ও সংগ্রহ করে থাকেন, যা ব্রিটিশ সোসাইটির জন্যে একটি গর্ব করার মত বিষয়।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।