বারানসি: নরওয়েতে ৯২ জন নিরপরাধ মানুষ হত্যাকারী অ্যানডারস বেরিং ব্রেইভিকের সঙ্গে সুদূর ভারতের বারানসি শহরের এক অভিনব যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। উটোয়া দ্বীপে হামলার সময় তিনি যে যুদ্ধ ব্যাজটি (বাহুবন্ধ) পরে ছিলেন তা বারানসির একজন তাঁতীর হাতে বানানো।
৩২ বছর বয়সী এই মুসলিম বিদ্বেষী চরমপন্থী ‘বিচারক যোদ্ধা’ বা ‘জাস্টিসিয়া নাইট’ শব্দদ্বয় খচিত ব্যাজটি তৈরির জন্য বারানসির পাঠানিতলার তাঁতী মোহাম্মদ আসলাম আনসারিকে অর্ডার দিয়েছিলেন। এরকম অনেকগুলো ব্যাজ তৈরির অর্ডার তিনি তাকে দেন ইমেইলের মাধ্যমে।
আসলাম আনসারি (৪৫) জানান, ১১ মাস আগে দু’টি নমুনা তৈরির জন্য তিনি ইমেইলে একটি অর্ডার পান।
আনসারি তার পারিবারিক ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি বুননের ব্যবসা চালান। ইন্ডিয়ান আর্ট কোম্পানির ব্যানারে এ ব্যবসা তিনি চালিয়ে আসছেন। ১৯৩৩ সাল থেকে তার পরিবার তাঁত কাপড়ের ব্যবসা করে আসছে।
আন্তর্জাতিক অর্ডার পাওয়ার জন্য ২০০৬ সালে আনসারি ইন্ডিয়ান আর্ট কোম্পানিতে নিবন্ধনের মাধ্যমে দুটি ভারতীয় ওয়েবসাইটে যুক্ত হন।
তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানের প্রচার-প্রসারের উদ্দেশ্যে আমি একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেই। তবে নরওয়ের একজন ক্লায়েন্টের কাছ থেকে দুইটি নমুনার অর্ডার পেয়ে আমি সত্যিই অভিভূত হয়ে গিয়েছিলাম। এর পর আর আমি অন্য কোনো অর্ডার নেই নি। ’
ওই ব্যাজটিতে দেখা যায়, একটি সাদা রংয়ের মাথার খুলি, এর কপালে কমিউনিজম, ইসলাম এবং নাৎসিবাদের প্রতীক অংকিত রয়েছে। এসব প্রতীক খচিত খুলিটি একটি ক্রুসের মাথায় গাঁথা। এমন ব্যাজের অর্থ হলো- ইসলাম, কমিউনিজম ও নাৎসিবাদ নিপাত যাক।
আসলাম আনসারি আরও বলেন, ‘প্রায় ১০-১২টি মেইল আদান প্রদানের পর আমাকে দু‘টি নমুনার বর্ণনা দেওয়া হয়। এর মধ্যে একটি ধাতব এবং অপরটি সিল্কের। ’ এরকম আরও ২০০টি ব্যাজ বানানোর জন্য অ্যানডারস ব্রেইভিক তাকে একটি উদ্ধৃতি খুঁজে বের করতে বলেছিলেন বলে জানান আনসারি।
নির্দেশনা অনুযায়ী ১০ হাজার ১৩১ রুপির বিনিময়ে আনসারি ব্যাজের ওই নমুনা দু‘টি কুরিয়ার করে অ্যানডারসকে পাঠান। আনসারি বলেন, পরে আরও ২০০টি ব্যাজের অর্ডারের জন্য তিনি অপেক্ষায় ছিলেন কিন্তু ব্রেইভিক আর যোগাযোগ করেননি।
আসলাম আনসারির ধারণা ওই দুটি ওয়েবসাইটের কোন একটিতে পাওয়ার পর তার কোম্পানিটিকে ব্রেইভিক তার কাজের জন্য পছন্দের সংক্ষিপ্ত তালিকায় রেখেছিলেন। আনসারি ইমেইল ঠিকানা- [email protected].
কুরিয়ারের জন্য ব্রেইভিক তার ঠিকানা দিয়েছিল Hoffsveien-18, 0275, Norway.
অসলো ও ইউটোয়া দ্বীপে নির্বিচারে গুলি করে বহু সংখ্যক মানুষ হত্যার পর পুলিশ যখন তাকে আটক করে তখন ব্রেভিকের হাতে ওই ব্যাজটিই পরা ছিল।
আনসারি বলেন, অসলো হত্যকা- জানার পর তিনি নিজেকে কিছুটা অপরাধী মনে করছেন।
তিনি বলেন, ‘আমি উদ্দেশ্য মূলকভাবে কোনো ভুল করিনি। এই ভেবে আমার অপরাধ বোধ হচ্ছে যে, একজন গণহত্যাকারীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি যদি তার এমন খারাপ ইচ্ছার ব্যাপারে জানতাম তাহলে তার সঙ্গে কোনো ব্যবসায়ীক প্রস্তাবে রাজি হতাম না। ’
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১