ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিমান থেকে মোগাদিসুতে জাতিসংঘের খাদ্য নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১
বিমান থেকে মোগাদিসুতে জাতিসংঘের খাদ্য নিক্ষেপ

মোগাদিসু: বিমানযোগে সোমালিয়ার মোগাদিসুতে খাদ্য ফেলছে জাতিসংঘ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি)আওতায় দুর্ভিক্ষ মোকাবেলায় এ খাদ্য দেয়া হচ্ছে বলে  জাতিসংঘ জানায়।

রাজধানী মোগাদিসুতে ১০ টনের প্রথম খাবার চালানটি পৌছায়। এই চালানে শিশুদের জন্য পুষ্টিগুণসম্পন্ন খাবার পাঠানো হয়েছে বলে জানায় আফ্রিকান ইউনিয়ন কর্তৃপক্ষ।

কয়েক লাখ সোমালী দুর্ভিক্ষ থেকে বাঁচতে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

এদিকে ইসলামী গ্রুপ আল-শাহবাব সোমালিয়ার বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে। তাদের নিয়ন্ত্রাধীন অঞ্চলে জাতিসংঘ খাদ্য কর্মসূচি নিয়ে যেতে পারছে না।

ডব্লিউএফপির এক মুখপাত্র চার্লস ম্যাকডনগো বলেন, ‘প্রথম চালানে শিশুদের জন্য যে পুষ্টিকর এবং প্রেটিনসমৃদ্ধ খাবার দেওয়া হয়েছে তা ৩ হাজার ৫০০ শিশুর জন্য এক মাসের বরাদ্দ।

খাবার নিক্ষেপ করার পর সংগ্রহ করে নিচ্ছে দুর্ভিক্ষ পীড়িত মানুষ।

আগামী সপ্তাহে দুর্ভিক্ষপ্রবণ অঞ্চলে আরও খাবার প্রেরণ করা হবে বলেও জানান ওই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।